আজ কালো মেঘের দিন
তোমার প্রেমের মাসুল দিতে
আমার হল ঋণ।
নামলো হঠাৎ বৃষ্টি
দুষ্টুমি আর খুনসুটিতে
করছো অনাসৃষ্টি।
শেষ বিকেলে আলো আঁধারের
ভীষণ লুকোচুরি,
তোমার সাথে কখনো ভাব
কখনো আমার আঁড়ি।
এলো সোনা-রোদের দিন-
প্রেমের ভেলায় কাটিয়ে বেলা
মন হলো রঙ্গীন।
ঝড় উঠেছে প্রবল বেগে
বইছে তুমুল তূফান
তোমার আমার ঝগড়া ভীষন
মান আর অভিমান।
আজ হাসি তো কাল কান্না
পরশু তে মন ভার
তোমার আমার প্রেমের মিটার
ছুটছে বারংবার।
ঝড়-ঝাপটা আসুক যতোই
তুমি তবু আমার-
মোটের উপর চলছে ভালোই
প্রেমের ব্যারোমিটার।