শীতের বুড়ি থু্থ্থুড়ি
গাছপালাকে শুকনো করি
র‍্যাপার গায়ে আসে।

'কুয়ো'র ডানায় ভর করি
সাদা থানের কাপড় পড়ি
বেশ জাঁকিয়ে বসে।

হিমের পরশ ঝরাপাতায়
গেরস্তেরই লেপ কাঁথায়
অলসতায় ভরা।

শিশির কণা ঘাসের আগায়
শত শত দীপ যে জ্বালায়
নিদ ভাঙ্গছে আড়মোড়া।

খেজুর গাছে রসের হাঁড়ি
উপচে পড়ে সুবাস তারি
শীতের বুড়ির যশে।

নামিয়ে আনি কোমরে বেড়ি
খেজুর গাছের বেয়ে কাঁড়ি
মন রাখতে রসেবসে।

চারিদিকে নলেন সুবাস
দিতে পিঠে পুলির আভাস
ছড়িয়ে দেয় আবেশ।

শনৈ হাওয়া হৃদয় খুঁড়ে
বিরহ কাতর বাউল সুরে
ত্যাগের অভিনিবেশ।

শুকনো মাঠ করে হু হু
ডাকছে কুবো ডাকছে ঘুঘু
নাচছে ফিঙে লেজঝোলা।

লাল মাটির সরান ধূ ধূ
উড়ছে ধুলো মুহুর্মুহু
একতারা আজ মনভোলা।

শীতের বুড়ি খনখনে
স্মরণ করায় সবক্ষণে
মন করে যে অবশ।

জীবন চলার ছন্দে তানে
ঢিমেতালে লয় যে আনে
বানায় পরিবেশ।