কোকিল প্রেমের দূত!মত্ত কুহু স্বরে,
জানান দেয়,বসন্ত আর নয় দূরে।
পলাশ,অশোক,শাল,শিমুলে ফাগুন,
বনবীথিকায় আজি লেগেছে আগুন।
কৃষ্ণ-রাধা-চূড়ায় প্রেমেরই প্রকাশ,
শাখায় শাখায় বান,বাসন্তীর উছাস।


প্রকৃতির রাগে,রঙে রাঙিয়া উছল,
প্রেমের জোয়ারে প্রেমিক যুগল।
অদৃশ্য টানে দোঁহে দোঁহা পানে,
পাশে পেতে চায় পরানে পরানে।
উথলিয়া ওঠে পরাণ ব্যাকুল,
ভরি দিতে দেহ আবীর গুলাল।


হোলির তোহারে মন মাতোয়ারা,
মহুল বনে মদে মত্ত কাহারা।
ধামসা মাদলে দ্রিমিদ্রিমি রবে,
মজেছে মন সবে মহুয়া 'আসবে'।
সাজো সাজো রব যাইতে শিকারে,
জিনিতে হৃদয়ে তার স্বপনচারীরে।


দাও,রঙ দাও,মনে মত্ত বাসনা,
দূয়ার আঁটিয়া আর রুদ্ধ রেখোনা।
দাও দূর করি,যত বাধা বন্ধনা,
গাও,সবে মিলি প্রেমের বন্দনা।
হোলি উৎসবে প্রকৃতির সনে,
বিনায়িত কর মানব জীবনে।।
==================