বাংলাদেশের বাঙালি
জীবন আমাদের বর্নালী
ষড়ঋতুর এই দেশতে
নানান ধর্ম,নানান বর্ণেতে
মিলেমিশে বাস করি
সবার সাথে ভাব ধরি।


বাংলাদেশের বাঙালি
জীবন আমাদের বর্নালী
নদী, পাহাড় আর বন বনানী
ফুলে ফলে ,শষ‍্যে শ‍্যামলী
পাখ-পাখালীর মধুর গানে
সকাল বেলার সূর্যের রাঙে।


বাংলাদেশের বাঙালি
জীবন আমাদের বর্নালী
বাংলা আমাদের মায়ের ভাষা
এনেছি তাজা রক্তের বিনিময়ে
বাংলাদেশ আমাদের মাতৃভূমি
এমন দেশটি পাবে নাকো কোথাও খুঁজি।