ভাবছে একাকি নির্জনে         আহত একটি হৃদয়  
হতো যদি মনের রাজ্যে          একটি মহাপ্রলয়
উড়ে যেতো সব                       কষ্ট আর দাগী ক্ষত
নিমেষেই স্মরন হতো              হাসিমাখা সেই অতীত।


হতো যদি বন্যা এক                 মাস অবধি অঝোড় বৃষ্টি
তিলে তিলে ধুয়ে যেতো           পলি দিয়ে গড়ে নিতাম সুখটি
বন্যার জলে ভাসতে দিতাম    নোঙর করে বেদনাগুলি
আশার বালুচরে উদ্ভব হতো    এক অসীমতা আমার একাকী।