জীব হত্যা মহাপাপ বলেছো শতবার
মানুষ কি তবে জীব নয় প্রশ্ন'টা আমার।
শান্তির বাণী মুখে নিয়ে দিয়েছো ভাষণ
গণতন্ত্র রক্ষার্থে নাকি তোমার প্রয়োজন?
গণতন্ত্র নামে মুসলিম নিধন চালাও অং সানসুচি
মুসলমানের রক্তপানে কেন তোমার এ কেমন রুচি?
মানুষরূপি অমানুষ তুমি পশুর সমতুল্য
একদিন তোমায় দিতে হবে রক্ত স্বাদের মুল্য।
মুসলমানের রক্ত মিশে নাফ নদীর জল
স্পর্শ করছে বিশ্ব তাই'তো প্রতিবাদের ঢল,
শান্তি'তে হও নোবেল জয়ী অশান্তি যার কর্ম
নির্বিচারে মানুষ হত্যা এটা'কি তোমার ধর্ম।
কত মা কত বাবা কত ভাই কত বোনের কান্নার ধ্বনি
তিক্ত বাতাসে ভেসে আসছে কর্ণপাতে শুনি,
মানুষ তো এক স্রষ্টার সৃষ্টি হতে চাও কেন ভিন্ন
হিন্দু মুসলিম বৌদ্ব খিৃষ্টান এক মাটির জন্ম।