প্রচন্ড গরমে
----------------
---নজরুল ইসলাম খান


প্রচন্ড গরমে এক গ্লাস ঠান্ডা পানিকে বড় ভালোবাসি।
একগ্লাস লেবুর শরবতকে ভালোবাসি আবেহায়াতের চেয়েও বেশি।
এক ঝটকা দক্ষিনা বাতাসকে মনে হয় প্রিয়জনের স্পর্শের চেয়েও বেশি শিহরন জাগানো।
বৃক্ষের কালো ছায়াকে প্রিয়ার কালো চুলের চেয়েও বেশি আকর্ষণীয় লাগে।


সবচেয়ে ভালো লাগা কবিতাটিকেও আর  ভালো লাগে না।
বনলতা সেনের পাখির নীড়ের মতো চোখও আর কাছে টানতে চায় না।
প্রিয়ার কালো তিলও  ফিকে হয়ে যায় নিমিষে।
মধ্যাহ্নের সূর্যকে মনে হয় জাহান্নামেের অগ্নিকুন্ডের চেয়েও উত্তপ্ত।
মন চায় না বেশিক্ষণ কারো স্পর্শ।


শুধু মন চায় চোখে দেখতে কালো মেঘের আনাগোনা।
কোকিলের কন্ঠের চেয়েও কান পেতে শুনতে মন চায়
বৈশাখী মেঘের গুরুগুরু গর্জন।
সবচেয়ে  মন চায় মুসলধারায় অবিশ্রান্ত বৃষ্টি।
বৃষ্টির ঠান্ডা পানিতে উদম শরীরে  একাকার হয়ে ভিজতে মন টানে ।
সকলকে ডাকতে মন চায় এসো বৃষ্টিতে ভিজি।
ভিজে ভিজে কাকভেজা হয়ে যাই সকলে ।


২৪/০৪/২০২৪
তালতলী, বরগুনা।