হে মোর রাণি!    তোমার কাছে হার মানি আজ শেষে।
আমার     বিজয়-কেতন লুটায় তোমার চরণ-তলে এসে।
   আমার    সমর-জয়ী অমর তরবারী
     দিনে দিনে ক্লানি- আনে, হ’য়ে ওঠে ভারী,
   এখন      এ ভার আমার তোমায় দিয়ে হারি,
   এই        হার-মানা-হার পরাই তোমার কেশে।।


     ওগো জীবন-দেবী।
     আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল,
আজ         বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল!
আজ         বিদ্রোহীর এই রক্ত-রথের চূড়ে,
বিজয়িনী!    নীলাম্বরীর আঁচল তোমার উড়ে,
   যত  তৃণ আমার আজ তোমার মালায় পূরে’,
          আমি  বিজয়ী আজ নয়ন-জলে ভেসে।।