হালখাতা সব নতুন করে
মণ্ডা মিঠাই খাবার তরে
নতুন বছর আসে,
নতুন দিনের স্বপ্ন আশা
মনে জাগে নবীন আশা
পয়লা বৈশাখ মাসে।


নীল গগণে ভোরের রবি
নতুন দিনের স্বপ্নে কবি
গান কবিতা লিখে,
আয়োজনে ব্যস্ত সবাই
কোর্মা বুনা মুরগি জবাই
হইচই চারি'দিকে।


আম কাঁঠালে কালো জামে
সুবাস ছড়ায় ডানে বামে
অচিন পুলক জাগে,
সোনার ফসল মাঠের বুকে
কৃষক হাসে স্বপ্নিল সুখে
হৃদয় কুসুম বাগে।


এসো সবাই পুরান ফেলে
জীবন সাজাই নয়া ঢেলে
আগাম দিনের হাসি,
দুঃখ ব্যথার গ্লানি ভুলে
নতুন আশায় নতুন তুলে
উল্লাসে যাই ভাসি।