থাকুকনা কতকটা চাঁদ আমার ঘরে
লুক্কায়িত সিন্দুকের ভেতরে
অমরাবতী নিকেতনের -


একদিন তেপান্তরের মাঠ পেরিয়ে উদ্দাম
এক রুহানী পীর খুলে নিয়েছিলো আত্মা
সে থেকেই নিরঞ্জন আমার
এই ব্যাকুল   বিনোদিনী তোমার  -


রংমহলের বাজনার সুর কানে এলে
বুঝিবা নোনাজলের অবসাদ
খিজিরের সাথে যে আতাত করে হতে সামুদ্রিক
তার কাছে দিয়ে দিয়েছি স্বাদ  পার্থিব -


কেনইবা এতো উদ্বেগ হতাশা
তবু দুধভাত হয়ে জানাতে চাই
এই অভাগী  তার  বিনোদিনী রাই -


(স্তবকগুলো আলাদা কিন্তু পুরোটা একটাই কবিতা )