**
কোনোদিন যদি একা আসো বিভ্রম নিয়ে -
আসো যদি বিভ্রমে আবার
লেখা আছে সব হাতের তালুতে
ইতিহাস পরোক্ষ অগোচরে আমার --


**
শোনো কালিন্দর
মেঘ করেছে খুব
সোনাকান্দি হাটে উঠেছে
রঞ্জনার বালা নুপুর
সেজেছে যে চোখে  কাজল দিয়ে
তারে নিষেধ করি নাই বলে
এঘরেতে শুধুই খোয়াব
অন্য পারে লুকিয়ে বসে
সুচিক্কন বধু -
**
একটা অগভীর রাতে খুন করবো
দেয়ালে ঝুলানো থাকবে খরগোশের আত্মা
কতিপয় ঝুলের সাথে লেগে থাকা আত্মহত্যা
উচ্ছিষ্ট কৃষকের জল- হাওয়ার সঙ্গম -
চতুর্বেদীর রাস্তার পাশের   ক্যামোফ্লোজ -


তবু রাত আটটা বাজলেই আমাকে মনে করিয়ে দিও
দুদিকে সরে যাওয়া চাকুর ধারালো অভিজ্ঞানজ রকম ।
ভুলে গেছি কিশোরী বেলার বোকা বোকা শরম
সে যুবকের নাইলন চোখের বেদনা চরম -