ভোরের প্রাণায়ামের কালে সফেদ শাড়ির রমনীর কাঁচুলি যদি  আসে খুলে
শিথিল হয় নুপুর ,আনমনে সূর্য উঁকি দেয় শ্যামলা গালে
তবে ভেংগে যাক প্রাণায়াম
চুড় চুড় হোক  লম্বা চুলের গাড় রঙ -


প্রাসাদের দরজার সাথে আঁটসাঁট মাছরাংগার গজিয়ে যায়  পাখ
উড়ে যায় পৃথিবী পৃষ্ঠ থেকে তার এলোবুকের তিল  রক্তাভ -
তবু দেখি  বুকের  ক্ষরণ ,
এই হৃদয় পলকা চালের হালকা হরিণ ,
বুকের অষ্ট্রে - পৃষ্ঠে  বিচূর্ণ বিষাদ --
আহা কে কবে বিষাদ ভালোবেসেছে  !!