যমুনায় যাই ।
যমুনায় কি গাংগের ঘর নাকি তালের গাছের লগে বাঁধানো
পাতার বর ?
যমুনায় কইছিলো তুই আয় তোরে দিমু পাতার বাঁশী - সবুজ চুড়ি আর ঝিংগার ছালে বানানো চর । সবই আমার খোয়াব । ঘুম ভাংলেই দেহি চিকন সুতার বাঁশ । এই পাড় থাইকা হেই পাড়ে যাইবার । আমি পা রাহি - নড়বড় করে বাঁশ । চোখের নীচে বেমক্কা পানির সার । পা হড়কালেই মরণ-  তবু যাই । এ এক আজীব নেশা । মানুষে কেনে মরবার যায় ? কি আছে মরণে বেহুদা স্মরণে ?