তুমি বরং উড়েই আসো
              সুরাট হাটের আসমান
       বেনারস পাড়
এবং অভয়মিত্রের ঘাট দিয়ে
                


                নকুল চন্দ্রের বাঁশি হারমোনিয়াম
            বেসুর লাগে
       এসির ঠান্ডা বাতাস
    সব বিষধর সাপ –
            
                      উপকূলে যদি ভীড়ে তরী  
               তবে সুরাট নগর চাবি
        রুপগঞ্জের  বাঁশি
এবং জমিদার বেটির হাসি
              
               তোমাকে দিতে গেলেই জ্বলবো
      একটা নাকফুল দিয়ো এর’চে
  কাবিনের শুরুটা হোক
মীন দিয়ে ---