তামাদি কালি ঝুলি গুলো মুছে যায় না একেবারে ,
বলেছিলি চল স্নান ঘরে - নিষেধ করিনি , আনচানে সময় , বাহির থেকে কেউটে ডাক -
বলতো এত বড় বাড়ি গুলো কেন আকাশের চুড়ো ভেদ করেছে ,
সন্ধ্যা হলেই চাঁদ হাঁটতে থাকে ,
লোকালয়ের এক কোটি মানুষকে আমার পোকা মনে হয় --
তুই একটা আলেয়া বাতাস -
চলছি মহাসমরের তিনতলা ঘরের সব চাইতে কোনার ঘুলঘুলিতে -
আমার মায়া পড়ে থাকে -
হ্যাঁচকা টান দিলে পড়ে যাই -
তুই সবটা প্রেমিক আবার কিছুটা সামন্ত -
আমার হাত ধরে বলিস ব্যথা কইরে বাসন্তী ? তোর বুকে বেশী !
এতো বেশী মায়া কেন তোর চোখ ?
অবেলার আকাশ ভীষন মেঘলা -
বাসন্তী বাতাসে আমার ঘুম পায় !!