দম বন্ধ
আগুনের হলকা সামনে
খাদ  পেছনে --


দুদিক থেকে আসমান গেছে সরে
খুব স্বাদ যাই শূণ্য নগরে
জ্বলে যাওয়া চটে যাওয়া
আটচালা ঘরে
এখনো আমার
দুটো হাত বিহীন ঘড়ি
টিকটিক করে চলে-


তবু
একদিন কোনোদিন ফিরবো না
প্রতিরাতে মহুয়ার ঘোরে
বেহুঁশ এই অধমের যদি সব
ঘোর সরে পড়ে
জানাবো তারে
সে আমি লাশ
চটের ভেতরে


কবরে নামাবে বলে
ছয় বেহারার পাল্কি
পথে বসে পড়ে --