মনসুর আল হাল্লাজের  দুটো কবিতার অনুবাদ করা হলো ।


হে আমার বিশ্বস্ত বন্ধুরা
আমাকে মেরে ফেলো -
আমার বেঁচে থাকার জন্য
আমাকে খুন করা
বড় বেশী প্রয়োজন -


প্রেম হলো এমন যেনো
তুমি দা্ড়িয়ে আছো তোমার প্রেমাষ্পদের সামনে
প্রেম হলো এমন যে তোমাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হলো
তখন তোমার গুন তার গুন হয়ে যায় -


তোমার এব্ং আমার মধ্যে শুধু আমি আছি
আমাকে টুকরো টুকরো করা হোক
তোমাকে পাওয়া যাবে  -
-----------------


আমার ঠোঁটে তোমার অধীরতা
ইষ্টক বোঝাই চিত্তে
বলো কোথায় নেই তুমি
খুলে ফেলো সব দেয়াল
খুজে পাবে তোমাকে
গভীরে আমার -