কাপালিক বালক
জানি আজো ভুরিভোজের আসরে
তুমি আগুনে পুড়িয়ে নিচ্ছো পরের বেলার ভোজ
এগুলো আসলে সুরার আসরের জনতার অবগতির জন্য
হাজির করো প্রপঞ্চের হতাশা -
ঘনায়মান আঁধারে একটা উপত্যকার স্মৃতি
ততোধিক সুমধুর সুর আমার কানে ভেসে -
এই পাহাড় এই জংগল এবং তুমি কাপালিক
এক ভিন গ্রামের হতাশা জটাধারী


আমাকে ফেরাও দূর গ্রাম হতে
ভিন গ্রামে
পিরালীর শিনার ভেতর থেকে সুরার
নেশার গন্ধ
আমি মাতাল
দ্বীপবাসীর গুহার ভেতরের ঘ্রান নিতে ভালোবাসি