আজিব আদমি
পোড় খাওয়া আফিমে
বৈরাগী  আকাশ /


ঋতুকালীন সহবত
সব ভুলে গেছি -


ভুকা নাগা সন্যাসী -
তোর পিছে আমি
অর্ধশতাধিক বছর
বোষ্টমী হয়ে আছি ---
------
এরপর ঝরা পাতা
এরপর বৃষ্টি শেষে খোলা আকাশ
রোদ্দুরে ঘেমে নেয়ে আমাদের সন্ধ্যেবেলা-
এক ঝরা বিকেলে তোমার আকাশ ঘুমোয়
এই চালায় এসে
আমি জলের বিছানায় শুয়ে শুয়ে আকাশ দেখি
রাত হলে দেখি ঝিম ধরা জোনাকির জ্বলে ওঠা
নিভে যাওয়া -
অতঃপর জানি সব ভুলে যেতে হয় -