তবু আঙুল কেটে রক্তের স্বাদ চেটে বলি
এখানেই জিভ রাখো প্রিয়তম
রক্তের হোলিখেলা কাল শুরু হলে
আর একবার তিতাসে ডুবিয়ো
তোমার নুনে ভেজা গা -


রাস্তার ধারে তোমার বৃদ্ধাঙ্গুলিতে পচন ধরেছে  
ফিরতি পথে কেঁদেছ অনেক
ভেতর থেকে লেবুর গন্ধে ভিজে উঠেছে কপোল
তবু তুমি বলো  যমুনার ধারে দেখা হলে  
সংগ্রামের পঞ্চকলা শিখিয়ে দেবে পুণর্বার   --