আমার দাওয়ার পাশের প্রাসাদে
একতলা দোতলা ভেঙ্গে ভেঙ্গে
উঠছি ক্রমাগত শুন্যে
গ্র্যাভিটি সীমা ছাড়িয়ে
শুন্যতার সিঁড়ি ঢুকে পড়ে
কোন এক গ্রহে -


সে যখন এলো নীল মুখ করে
চিনে নেই তাকে
সব ভুলে যাই সব অপমান অপবাদ
যখন সে পাশে দুখী দুখী মুখে
সে আমারে তার কথা কয়
এই ভীষন একা গ্রহে -