একদিন বাতাস ফিসফাস করবে -
অর্জুন বাগানে যেভাবে  দুটো পরমাত্মা ফের সন্নিবদ্ধ  হয়েছিলো -
এ না  নাজারেথ  না  বেবিলন   । অথচ  বাতাসে ওরা কাঁদছে । ওদের পূর্বপুরষ কখনো ভালোবাসেনি । ওদের উত্তর পুরুষ ও নয়। তারা  দ্রাক্ষাবনে জলকেলিতে মত্ত ছিলো ।
সবগুলো আঙ্গুর ফল সাক্ষী ।
তবু  তাদের শাস্তি পাওনা  ছিলো । যেভাবে যোসেফ পেয়েছে । ভুমিমুখী  তার মুখাবয়ব  - মেরীর উর্ধ্বমুখী আত্মা । অথচ ওরা দুজন প্রেম করেছে এভাবে । ভালোবাসা একে বলে না ।
ওরা বলেছে একে  দ্রাক্ষাকুঞ্জ -
নাজারেথ তার সাক্ষী । চাক্ষুষ করেছে   ওদের ঘর থেকে উড়ে যাওয়া রূমাল  । ওরা  রূমালকে দু'টুকরো করে দুদিকে ছুড়ে দিয়েছে  "বাতাস শুনে যাও এই রূমাল তোমাকে দিয়েছি  । সাড়ে চারশত বছর পরে আমাদের প্রেতাত্মারা তোমাদের সাথে কথা বলবে"–