ইচ্ছে করে সেলাই কল দিয়ে তোমার হৃদপিণ্ড ছিঁড়ে জোড়া লাগাই খুঁতগুলো। খুঁতের জায়গাটুকুতে একটু করে লাল ইটের আঁচড় এবং রেগুলার সকালে দৌড়ে আপিসে যাওয়া নিতান্তই সন্ধ্যার ধুপের ধোঁয়া। তোমার হুড উঠা নামানোর সময় যে হাতে উঠেছিলো নির্মম চাবুক সেখানে মরক্কোর সুগন্ধি দিলে কিঞ্চিত বেয়ারা তুমি হতেই পারো। তাই বলে ভেবোনা আকাশের মেঘলা ভাব কেটে গিয়ে ঝলমলে রোদ্দুর উঠে তোমাকে বোহেমিয়ান করে দেবে। বোহেমিয়ান আমার চিকুরের ডাল অস্ফুট বেদনার কণ্ঠ। তোমাকে তো প্রতিদিন নতুন করে চিনি।