রাতে আস্ত একটা সিন্দুক নামে আমার ঘরের কোনায় -
তুমি বলছো খিল দিয়েছ তো ?
নইলে তো গিরগিটিটা ফের তোমার বুকে মন্থন করবে !


যেয়ো না মধ্যরাতে ফেরারী জাহাজে -
সকালে নক হবে যে জানিও আমাকে -


হলুদ শাড়িতে তোমার আগুন লেগেছে -
রুপে অন্ধকার হলে গার্গীদের ঘরের সবচাইতে ছোট টুলে বসে
তোমার সাথে রাগ করবো - বলবো - এই অরণ্য আমার নয় -


অপর্ণাকে বলেছি - যদি নক্ষত্র আসে -
ফের ঐ দেমাগী মেয়ের গাউন
আমাকে উলটে পালটে বানিয়ে দেয়
সবচাইতে রূপসী - তবে সে বনবাসী হবে - -
আমার হোগলার ছাউনি দেয়া কুড়েতে যদি আসে হুদ হুদ পাখি
তবে বলে দিও
ছেড়া গাউনে আমি হয়ে গেছি উম্মে আসামা রূপসী বিনতে কনৌজি - -