এখানে ওখানে সেখানে যখন ছড়িয়ে আছে তোমার লিখিত সব অনুশীলন এবং নিরীক্ষা --
অসহায় বৃক্ষ , পাতা এবং জবল গাঁয়ের কীটসকল --
হড়কে গেলে পা - আমাকে তুলিতে  দেখো - সেখানে রয়ে গেছে নাজুপাতার কথা -
বলে দাও জমিন এবং আমার ঈশ্বর -  চোখের পাতায় এঁকেছি কৃষ্ণনগরের বিজাতীয় কাহিনী -
নগরীর প্রতিটি ইটে লেখা হয়েছে ইকোর ইতিহাস -
শনিবার দুপুরকে ইতর দুপুর বলে -
অথচ তুমি কেরাং গাছের কথা বলে দিয়েছ --
উত্তাল সমুদ্রে ভাঁজ করে রাখা আছে
তোমার প্রাগৈতিহাসিক চাদর -
ওম নিচ্ছি কেরাং গাছের শাখা থেকেই -
তোমার তো ভুল হবার কথা ছিলো না --