*****
সরলমতি নিরঞ্জনা
বাধ ভেঙ্গে গেলে
আর খুলো না
চাবি রয়ে গেছে
নদীটার হাতে
সে এখন কালো চশমায়
চোখ ঢেকে চলে --


****


আমি তো গাফেল মুজাহিদ
ময়দান ছেড়ে দূর মিম্বরে শুনি আজান
এক দেহাতি প্রেমিকের --


***
বরাহ তোমার তিনশত পঁয়ষট্টি দিন ভাসার
সপতমে গোকুলে ধরেছো কাজ নোংগর তোলার !!
**
সারাটা ইটখোলার কাছে
এঞ্জেল আমি
তাপিত ছত্রীসেনা
ক্ষুধিত বর্ষা ভেজায় করপুট
তমাসৃত গৃহকোণে
অগ্নি নাকি বিস্ফোরণ
আদিতে আমি পোকাই ছিলাম --
*
কলমটা লাফিয়ে তার পকেট ছুঁতে ছুঁতে নীরার গাল ছুয়ে বাতাসে অর্ধেক বাতাবী লেবু হয়ে ঝুলে রইলো --