সূর্য মধ্য পুকুরে এলেই আন্তিগনের নীল শার্ট  ধাক্কা দেয় বুকের মঞ্জিলে
চোখ ঢাকি কালো মধ্যরাতের বাতাসে
দার্জিলিং এর গা বেয়ে নেমে আসে চা পাতা পাখি -
চপল পায়ে হেলে দুলে রোদচশমায় ঢাকা তার ইন্দ্র দুয়ারী চোখ -
আবদার ছিলো সবুজ বিজয়ার দিনে একটা উত্তর দুয়ারী ঘরের
আমার ঘর নাই বাড়ি নাই -
পুকুর ভরা জল নাই --
রাজ বাড়িতে দুয়ার নাই --


আন্তিগোনের সাথে সেবার হেঁটেছিলাম রোদ দুপুর
মধ্য দুপুরের সূর্যের সাথে লাঞ্চ
আর বিকেলের কুয়াশার সাথে ইভনিং প্রেয়ার --
আজ ভরা কুয়াশা -
সূর্য থেমে আছে মাঝ পুকুরেই --