উল্টো রথে আমাদের পা
বিশুদ্ধ অন্ধকার ছিলো কোনোকালে -


কেওকারাডাং পর্বতের হিমশীতলতা
যাপিত জীবনের বুকে --
পেছন থেকে কেউ যদি ডাকে
ধ্বক করে ওঠে চাঁদ -
পা ধুইয়ে দেয়
বিকেলের ঘোলে জলে --


আহা পাখি ছিলাম কোনো কালে
এখন শু্ধুই পেছনে চোখ
বিশুদ্ধ অচলায়তনে -