আমি আকাশের ঐ নীল ছুতে চেয়েছিলাম,
কিন্তু অঝোর বর্ষা আমার দু'চোখ ভিজিয়ে দিলো।


আমি সমুদ্রের ঐ বিশালতায় ভাসতে চেয়েছিলাম,
কিন্তু অজনা এক ঢেউ সবকিছু এলোমেলো করে দিলো।


আমি অরণ্যের ঐ সবুজের মাঝে লুকাতে চেয়েছিলাম,
কিন্তু এক ঝড় এসে সবকিছু ছায়াহীন করে দিলো।


আমি পাহাড়ের ঐ মুগ্ধতায় মেলাতে চেয়েছিলাম,
কিন্তু ঝরনার জল হৃদয় চিরে বয়ে গেলো।


আমি অজানা মুগ্ধতায় তারার পানে চেয়েছিলাম,
কিন্তু তারারা নিভেগিয়ে আধারে মিলালো।


আমি চাঁদের ঐ জোৎসনায় ভাসছিলাম,
কিন্তু মেঘ এসে আলো কেড়ে নিলো।


আমি সুখের স্বপ্নে ডুবে ছিলাম,
আলো এসে ঘুম ভেঙ্গে দিলো!