ছুটে চলা এই পথ ধরে আজ
   স্বপ্নেরই হাত ধরে।
স্বপ্ন জীবন-
   স্বপ্ন মরণ
স্বপ্নেই বেঁচে থাকি।


জীবন যখন থমকে দাড়ায়
   শত ঘাত-সংঘাতে,
স্বপ্নের রাণী তখনই সামনে দাড়ায়
   রঙ্গিন কোন আবেশে।


স্বপ্নের কাছে সকলে সমান
   নেই কোন ভেদাভেদ
সকলে রাজা, সকলে প্রজা
   নেই কোন জাতিভেদ।


    কাউকে হাঁসায়-
কাউকে কাঁদায়
   স্বপ্নের মহারাণী।
তবু সব কালে, সব যুগে
   স্বপ্নেরই জ্বয়ধ্বনি।