হে বন্ধু,
আর অভিমান করে থেকোনা।
তোমার অভিমানে আজ-
ভোরের পাখিরা মিষ্টি সুরে ডাকেনি
বয়নি ভোরের মিষ্টি হিমেল হাওয়া
তাই আর অভিমান করে থেকোনা।


হে বন্ধু,
আর অভিমান করে থেকোনা।
তোমার অভিমানে আজ-
আকাশে জমেছিল ঘন কালো মেঘ
সূর্য হাসেনি সারাদিন
তাই আর অভিমান করে থেকোনা।


হে বন্ধু,
আর অভিমান করে থেকোনা।
তোমার অভিমানে আজ-
নীড়ে ফেরা বিকালের পাখিরা গান গায়নি
আকাশে রংধনু উঠেনি
তাই আর অভিমান করে থেকোনা।


হে বন্ধু,
আর অভিমান করে থেকোনা।
তোমার অভিমানে আজ-
সন্ধ্যা-মালতি ফোটেনি
বাতাসে মিষ্টি সুবাস ছড়ায়নি কামেনি-হাসনাহেনা
তাই আর অভিমান করে থেকোনা।


হে বন্ধু,
আর অভিমান করে থেকোনা।
তোমার অভিমানে আজ-
আকাশে চাঁদটা উঠেনি
তারারা আকাশকে সাজায়নি
তাই আর অভিমান করে থেকোনা।


হে বন্ধু,
আর অভিমান করে থেকোনা।
তোমার অভিমানে আজ-
জ্বোনাকিরা এখনো জ্বলেনি
রাতের মহুয়াটাও মনমাতানো সূরে ডাকেনি
তাই আর অভিমান করে থেকোনা;
আর দূরে-দূরে রেখোনা।