মোর হৃদয়ের আহবানে সাড়া দিয়ে,
জানি তুমি আসবে।
এ নয় মোর কোন কল্পনা,
এ আমার বিশ্বাস।


তুমি আসবেই-
হয়তোবা কাক ডাকা কোন ভোরে,
মিষ্টি হিমেল হাওয়া হয়ে।
নয়তোবা কোন শীতের সকালের-
এক চিলতে রৌদ্দুর হয়ে।


হয়তোবা কোন বসন্ত দুপুরে,
কোকিলের মধুর কুহু-কুহু গানে।
নয়তোবা কোন পড়ন্ত বিকালের-
আকাশের রংধনু হয়ে।


হয়তোবা কোন গোধুলি বেলার,
নীড়ে ফেরা পাখি হয়ে।
নয়তোবা কোন বিদ্যুৎহীন সন্ধ্যায়-
জোনাকির আলো হয়ে।


হয়তোবা কোন মধ্য রাতের,
বাউলের গানে-গানে।
নয়তোবা কোন শেষ রাত্রের-
জোৎসনার আলো হয়ে।


হয়তোবা কোন ফাল্গুনে ফোঁটা,
রঙ্গিন ফুলটি হয়ে।
নয়তোবা কোন বর্ষায় ফোঁটা-
হাসনাহেনার সৌরভে।