সময় আজ কথা বলে না
অতীত স্মৃতিগুলো মনে পড়ে না
কবিতার খাতা খুলে চেয়ে আছি অপলক
ভাবনায় দু-চারটি লাইন আসে না।


বসন্তে ফোটা রাঙ্গা ফুলগুলি
স্নিগ্ধ ভালোবাসায় সুরভি ছড়ায় না।
জীবন তটিনীর অপরূপ সৈকতে
স্বপ্নেরা ভুলে গেছে বাসা বাধা।


ভালোবাসার সুমিষ্ট কোন মহাকাব্য
মুগ্ধতার গভীরে মন ডোবায় না।
মায়াবী কোন মানবীর মুখায়বব
প্রানে চাঞ্চল্লের ঢেউ ছড়ায় না।


হঠাৎ কোন কালবৈশাখী কিংবা প্রচন্ড টর্নেডো
এবুকে এখন ভীতির শিহরন জাগায় না।
বিমুগ্ধ পৃথিবীতে বিমুখ মানুষের ভীড়ে
বেঁচে থাকাটাও আর অসম্ভব মনে হয় না।