কেন এ শ্যামল ধরণী বাস যোগ্য হয়নি আমারি?
কেন রোজ রক্তের স্রোতে ভাসে অবনীর বুক খানি?
কেন পুড়ে ছারখার হয় সাজানো মরুদ্যান?
মানবতা ভাসে সাগরের বুকে নিষ্প্রান দেহখানি?
কেন ছোট্র শিশুর কোমল মুখে বিবর্ণ শৈশব?
প্রকম্পিত আকাশ-বাতাস ভয়ার্ত চিৎকারে?
কেন নীল আকাশটা আড়াল করে কালো ধোয়ার কুন্ডুলী?
বাতাসের বুকে বজ্র ঝংকারে বারুদের জ্বয়ধ্বনি?
কেন আজ দেশে-দেশে বাজে যুদ্ধের সাইরেন?
হারিয়ে গেছে ধরিত্রী থেকে শান্তির পাখিগুলি?


হে বিশ্ববিবেক; সময় এসেছে আজ
তোমাকেই ফিরাতে হবে এই অশান্ত পৃথিবীতে শান্তির সুবাতাস।