আমি জোনাকি পোকা হয়ে জ্বলি,
হাজার তারার ভিড়ে ডুবে আছ তুমি!
আলোয় ভরা তোমার জীবন,
এখন আমায় যে তাই বড়ই নিষ্প্রয়োজন!
  .
হয়তোবা কোন এক আধার রজনীতে,
বড়ো একা মনে হবে তোমার নিজেকে।
তখন তোমার মন করবে এ ক্ষুদ্র অস্তিত্বের সন্ধান!
সে প্রহরে হয়তো আমি হারিয়ে রবো দূর অজনায়;
বুঝবে সে দিন, খুজবে অসীম শূন্যতায়।