এই সেই খাচা,
আজো অক্ষত-
অমলিন।


একদিন কত সপ্ন ছিল
এই খাচাকে ঘিরে,
খাচার ভিতরের ছোট পাখিটিকে নিয়ে।


সপ্ন ছিল-
একদিন কথা বলবে পাখিটি,
কাক ডাকা ভোরে ঘুম থেকে ডেকে
জাগাবে আমায়
দিনটি করবে আলোকিত আমার
তার মিষ্টি-মধুর মুখের ভাষায়।


সপ্ন ছিল-
নিসতব্দ গভীর রাতে
ঘুম পাড়াবে পাখিটি আমায়
তার গান আর কবিতায়।


কিন্তু হায়!


সপ্ন-
সপ্নই রয়ে যায়।
সপ্ন উড়ে যায়।
রয়ে যায় শুধু-
শূণ্য খাচা।


(হঠাৎ করে মানুষের কোন কাছের প্রিয়জন দূরে সরে গেলে বা চিরতরে হারিয়ে গেলে মনের ভিতর যে অনুভূতির সৃষ্টি হয় সে বিষয়টিই এই কবিতায় তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টা)