প্রিয় মুখগুলো দূরে ফেলে এসে
   তোদেরকে আপন করে পাওয়া।
যে পথ ছিল বড়ো অচেনা-
     সে পথ আজ চেনা-জানা।


হাঁসি-আনন্দ বিতর্ক-খুনসুটিতে
    সারা দিনময় মেতে থাকা।
দিন শেষে দু'চোখ ভরে-
     কতো যে স্বপ্ন আঁকা।


কতো যে অসম্ভব হয়েছে সম্ভব
     তোরা পাশে ছিলি বলে।
না থাকলে তোরা পাশে-
    দিনগুলো এতো মধুময় হতো না।


জানি, এই পৃথিবীর নিষ্ঠুর নিয়মে
     আমাদের পথ বেঁকে যাবে।
যাবো যে যার জীবনে নতুনের পথে-
     নতুন বন্ধুর সমাবেশে।


তবু এই দিনগুলো রবে অমলিন
     রবে স্মৃতিপটে আঁকা।
কাঁদাবে অঝরে শেষ বিকালটায়-
   দু'চোখে যখন স্মৃতিগুলো দেবে দেখা।