কবিতাগুলো বেঁচে আছে
সমুদ্র যাত্রায় প্রলয়ঙ্করী ঝড়ের কবল থেকে বেঁচে ফেরা ধ্বজভঙ্গ জাহাজের নির্ভীক নাবিকের মতো।
তুমি,
তুমি বেঁচে আছো অনেকের দ্বারা
দুমড়ে মুচড়ে ভাইঙ্গা দেয়া,
মচকে দেয়া হৃদয় জুড়ে।
তোমাকে রেখে দিতে চাই আজন্মকাল ধরে,
চলে যেতে চাইলেও বাহানা করে বসবো; যেন-
যেতে না পারো হৃদয় শূন্য করে।


তোমাকে আটকে রাখার সাধ্য কি আছে আমার!
জানিনাহ, জানি শুধু তোমাকে রেখে দিতে হবে।