স্বস্তির দিন, স্বপ্ন রঙিন, সবই একে একে-
কেটে যাচ্ছে নিয়ম করে উল্টো দিকে।
বিষাদের রাত, পরিচিত আঘাত, ঘুরেফিরে-
কেন যে শুধু আঁধার নিয়ে আসে হিয়া-ঘরে।
তুমিময় স্মৃতি, প্রেম-প্রীতি, কেমন করে-
সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে ধীরে।
দীর্ঘক্ষণ বিষণ্ণ মন, এদিক ওদিক-
কুঁজো হয়ে বেঁকে যাচ্ছে বিরহ ভারে অধিক।