জন্ম থেকে মৃত্যু- আর যা কিছু,
সবই একটা গণ্ডির ভেতর চক্রাকারে, বক্রাকারে-
সরল পথে চলতে চলতে একদিন,
পেকে যাওয়া চুল ঝরে যায়।
ঝুলে যায় চামড়া; খসখসে হয়,
কেবল তখনি সকল শৌর্য-বীর্য আর-
মায়া ছেড়ে আচমকা দাঁড়িয়ে গেলে
ভেতরে ঢুকে মরে যাওয়ার ভয়!