নীল-গাঢ় নীল রঙের শাড়ি পরে,
আড়াল থেকে একবার এসে-
একবার এসে, কল্পনায় বসে-
হাজার বার দূর দূর যাও চলে!
নীল শাড়ির আঁচলে প্যাঁচিয়ে,
মসৃণ পিঠ দিয়েছো ঢেকে-
চুল খোলা, খোলা চুল দিয়ে-
কী সব ভুল দিচ্ছ এঁকে!