ভুলে যাবো-
ভুলে যাবো বলে যতোবার ভেবেছি,
ততোবারইতো পরোক্ষভাবে তোমাকে স্মরিয়াছি।
স্নিগ্ধ-শুদ্ধ-সিদ্ধ বিকেলে-সকালে-সন্ধ্যায়,
ভুগছি রুদ্ধশ্বাসে; কেন যে ছলচাতুরি করো-
তোমাকে ভুলতে না পারা আমাকে ভোগায়।


চলে যাবো-
চলে যাবো তোমার থেকে দূরে, অনেক দূর-
এই ভাবতে-ভাবতেই আরও নিকটে-
প্রকট নিকটে চলে যাই তোমার।
যেন পৃথিবী হতে নক্ষত্রের দূরত্ব,
এই খানিক দূরত্ব পরিণত হয়েছে নিকটে।
তোমার অশ্ব-রূপক কেশে আমি মুখ ডুবিয়ে,
গা-বুলিয়ে হাসতে-হাসতে মরে যেতে চাই।


আর তুমি-
তুমি এক পাষণ্ড হৃদয়ের ন্যায়,
আমাকে পৃথিবীর এক প্রান্ত হইতে অন্য প্রান্তে-
ছুটিয়ে মারছো। আমি এক অসহায় প্রেমিক।
আমাকে ভুলে যাও। ভুলে থাকতে দাও।