একবার ফিরে চাও,
ফিরে আর্তনাদ দ্যাখে যাও-
অশ্রুসিক্ত আঁখিদুটি ডাকছে তোমায়; ইশারায়।
তুমি হীন সমস্ত স্মৃতি ধরে আছি,
ধরে আছি শক্ত করে বুকে জড়িয়ে।
তুমি চলে যাচ্ছো ধীরে দৃষ্টি সীমা পেরিয়ে।


হাঁটু গেড়ে বসে পড়েছি,
আর কোনো পথ নেই-
আর কোনো কথা নেই বলার;
কেউ শোনার নেই। থমকে গিয়েছি,
ফিরবে বলে মনে মনে অনেক স্বপ্ন বেঁধেছি।
কেন যে এমন হয়, কেন যে মন বুঝে না-
সব ঠিক থাকলেও তুমিই শুধু আসোনা।


দু'দিকে ফিরে যাচ্ছি দুজন দূর, তোমার-
থেকে আমার দূরত্ব বাড়িয়ে হেঁটে যাচ্ছি।
হয়তো ভাবছো কেন আমি ডাকি নি,
হয়তো বলছো কেন জড়িয়ে ধরিনি!
আমিও তোমার মতো ব্যথিত হৃদয়ে
সম্পর্কের ইতি-উতি টেনে দিয়েছি।
হয়তো আর কখনো পাবো না তোমায়,
এ ব্যথা অনিবার্য, যা শুধু ডুবায় আর-ডুবায়।