জানি আমি জানি,
রজনীর অতলে প্রতিনিয়ত তলিয়ে যাও তুমি।
হয় নিদ্রায়, না-হয় মুদ্রায়!
আমি-ই এক অপারগ, যে-
রাত-বিরেতে ঘরে-বাইরে সমান তালে জাগছি শুধু;
না-নিদ্রায় না-মুদ্রায়!