দিন কিংবা রাত, সন্ধ্যে কিংবা প্রভাত-
তোমার নামে সুর তুলি, তোমারই কথা বলি-
তুমি রও দূর-দূরান্তে, নির্বাক-ধূসর মেঘে
আমি ছুঁই বজ্রপাত, পুড়িয়ে দিতে নিজেকে।