পাহাড় পাদদেশে নীলগিরিতে তোমার দেখাটা ছিলো
ছিলো আমায় ফেলে দেওয়ার করুন চিত্র
এর পর কেটে গেলো অনেকটা সময়
যদিও তখন আমার খুব খেয়াল রেখেছিলে জেনেছি পরে
মাঝে মাঝে খোঁজ রাখতে নিজে থেকে।
আমার স্মৃতি হারানোটা আমার জন্য যে অভিশাপ ছিলো না
আমার পাগলপান যে দুষ্টুমির বাইরে ছিলো না
তা বুঝতে আমার অনেক সময় লেগে গেছে
সময়ে লেগে গেছে আমি আমাকে ফিরে পেতে।
অচেনা তোমাকে যখন আমার বাড়িতে দেখলাম
দেখলাম আমার মায়ের সাথে তোমার খুব ভাব
খুব রেগে যখন তারা করেছিলাম বাড়ি থেকে,
তখনও বুঝতে পারিনি, নিজেকে চিনতে পারিনি!
আমি তো আমার ছিলাম না, ছিলাম শিশু ভোলা মন
ভালবাসাটা কি করে বুঝবো তখন?
গল্পটা যে বাস্তবতা বুঝতে সময় কেটে গেলো বছর তিন
ততদিনে ও আমার থেকে অনেক দূরে,
এতোটাই দূরে খুঁজে নিতে আকাশ ভেঙ্গে পড়লো মাথায়
বিষাদে বিষিয়ে যাওয়া একটা পাথর বনে আছে
হয়ে গেছে অগ্নিতে ঝলসানো লৌহ কণা।
এখন গল্প শুনি মায়ের মুখে, তিনটি বছরের গল্প
প্রচণ্ড ভালবেসেছিলো আমায়, বেসেছিলো আমার ভোলামন
একটি মুহূর্তের জন্যও দূরে রাখেনি
সামাজিক যন্ত্রণার কবলে বিয়ের পীড়িতে বসেছিলো
ছেড়ে দিয়েছিলো নিজের পরিবার
পর করে দিয়েছিলো সকল পরিজন
সমস্ত পৃথিবীর সুখ খুঁজে নিয়েছিলো আমার মাঝে
অথচো আমি যখন আমাকে খুঁজে পেয়েছি
যখন না জেনেই তিরস্কার করে দিয়েছি বেদনার জল
আর্তনাদে চিৎকার না করে চলে যাওয়ার গল্প শুনি ।
এখন আমি তাকে খোঁজার জন্য বসে আছি নীলগিরিতে
এখন আমি তাকে ভালবাসি বলার জন্য অপেক্ষায় আছি
অপেক্ষায় আছে একটিবার বলতে তোমায় ভালবাসি
অপেক্ষায় আছি আবার সেই দুর্ঘটনা পেতে
অপেক্ষায় আছি ফিরে পেতে সেই ভোলামন।
# এই কবিতা আমার প্রিয় তালিকায় থাকা সকল কবিকে উৎসর্গ করছি, বিশেষ করে আসরের নতুন কবি শাহনূর এবং প্রেমের কবি অবিরুদ্ধ মাহমুদ ও শামীনুল হক হীরা