গাড়িতে চারটি চাকা
একটি তাতে বাঁকা
বেজায় মনে কষ্ট,

সবার সাথে খেলায়
দুষ্টুমি'র এক মেলায়
কে করিল নষ্ট ?

মনটা অনেক ভারী
আটকে আছি বাড়ি
দেখলে মা তবে !!!

বড্ড বেশি রাগী
দেখলে আগে ভাগি
এখন কি হবে ?

বাবার কাছে যাবো
একটা চুমু খাবো
বলব তাহার তরে,

গাড়ীর চাকা নষ্ট
মনে আমার কষ্ট
খেলবো কেমন করে ?

মায়ের ডাক শুনি
বকবে কি এখুনি
ভীতু হয়ে গেলাম,

ভালো করেছি চাকা
বাইরে আছে রাখা
শুনে খুশি হলাম।