উঠলো ঝড়
রাস্তার পর
আমায় রেখে মাঝে,

নেইতো আলো
ধূসর কালো
পড়ন্ত দিগন্ত সাঝে।

উড়ছে ধূলো
ময়লা গুলো
গা'য়ে লেপ্টে যায়,

বন্ধ চোখের
পার্শ লোকের
দৃশ্যতা খোঁজা দায়।