নিজের কাছে প্রশ্ন আমার
কেন পড়বে এই লেখা ?
অন্য কারো বইয়ের পাতা
আমার হয়না কভু দেখা!

আমি আমার মনের ঘরে
একলা থাকি বন্ধ,
দিনের আলো পাইনা খুঁজে
রাতের চোখে অন্ধ।

সমাজ আমার অচিনপুরে
স্বজন কোথায় পাব ?
কাহার তরে বলব কথা
কোথায় আমি যাবো ?

আমার লেখায় ভাবের গতি
কেউ পাবে না খুঁজে !
দিলে হাতে পড়বে তাতে
দেখবে চোখ বুজে ?

এমন তেমন লেখা আমার
বানানে বেশি ভুল,
ভাষার বেলায় ছেলে খেলায়
অন্ত মিলে নাই কুল।