শেষ হবে না আর কখনো
কমে আসবে এর ধার
মৃত্যু পল্লী বানাবে হয়তো
ধেয়ে আসবে বারবার।

করোনা তো নামের ঠিকানা
আসলে একটা শিক্ষা,
বিধির বিধান গজব শাস্তি
দুটোই কেবল দীক্ষা।

শয়তান ধোঁকা নিত্য চেনা
ফেরার উপায় ক্ষীণ,
ভয়ের মাঝে মহামারী রূপ
দিতে দীক্ষার দ্বীন।

শতক, হাজার, লক্ষ বছরে
রোগের হয়নি শেষ
আসবে আবার নতুন রূপে
কাটবে'না তার রেষ।